নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী। এর বাইরে সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুক্ষেত্রেই তার রয়েছে সমান সফলতা। এবার তার সঙ্গে জুটি বাঁধলেন ‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান। এ দুজনকে নিয়ে সম্প্রতি নির্মিত হলো ওয়েব চলচ্চিত্র ‘রূপকথা’।
আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেডের ব্যানারে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালসের জন্য এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির এটি রচনা করেছে সৈয়দ জিয়াউদ্দিন।। এতে নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা। সম্প্রতি ঢাকার বেশ কিছ লোকেশনে এর দৃশ্যধারণ হয়।
নির্মাতা জানান ‘রূপকথা’র গল্পে উঠে আসবে ২৪ বছর বয়সী সামিয়া নামের এক বোকাসোকা মেয়ের গল্প। আর এই বোকা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।ওয়েব সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ওয়েব ফিল্ম বানানোয় আগ্রহী হওয়ার কারণ হলো, প্রথমত একটা স্বাধীনতা আছে কাজের। দ্বিতীয়ত, গল্পটাকে নিজের মতো করে সুবিধাজনকভাবে সাজানো যায়। তৃতীয়ত, এখনকার সময়ের পরিচালক ও শিল্পীদের ওয়েব কনটেন্টের প্রতি যে ঝোঁক বেড়েছে, এর ফলে অনেক বৈচিত্র্যপূর্ণ কাজ করা যায়।’আগামী ৬ ডিসেম্বর বায়োস্কোপ অরিজিনালে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন শাহরিয়ার শাকিল।
সেরিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post