মানুষের জীবন কখনও ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারেনা’ রায়হান রাফি পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’র মূল প্রতিবাদ্য এটি। শুধু পরিচালকের দ্বিতীয় নয়, ছবিটির নায়ক-নায়িকা সিয়াম-পূজা জুটিরও দ্বিতীয় ছবি এটি। গতকাল সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেয়েছে ‘দহন’। আজ সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি।
৩০ ডিসেম্বর মুক্তি পাবে ‘দহন’। মুক্তি উপলক্ষে ছবিটির প্রচার প্রচারণাও চালানো হচ্ছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি নিয়ে প্রত্যাশা সবার। এ জুটির আগের ছবি ‘পোড়ামন টু’র চেয়েও ‘দহন’ ব্যবসায়ের দিক থেকে ছাড়িয়ে যাবে বলে ভাবছেন ছবির প্রযোজক আবদুল আজিজ।ছবিটির সেন্সর পাওয়ার পর সমকাল অনলাইনকে পরিচালক রায়হান রাফি বলেন, ‘দহন আনকাট সেন্সর পেয়েছে। ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের সবাই প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখানোর অপেক্ষায়। তাদের কাছে প্রশংসিত হলেই আমাদের পরিশ্রম সফল হবে।’
ছবিটির নায়ক সিয়াম বলেন, ‘দহনে কঠিন একটি চরিত্র আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে। আমি চাই সবাই এসে ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন। ভালো লাগলে সামনে এগিয়ে যেতে প্রেরণা পাবো। আর খারাপ লাগলে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে। সবার কাছে অনুরোধ থাকবে আগে ছবিটি হলে গিয়ে দেখুন।’সিয়াম-পূজা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। ছবিটির চিত্রনাট্য রচনা করছেন দেলোয়ার হোসেন দিল।
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post