প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সোমবার মুম্বইয়ে একসঙ্গে ডিনার করলেন। তাদের সঙ্গে ছিল নিক জোনাসের ভাই জো জোনাস, তার বাগদত্তা সোফি টার্নার, এই দু’জনে সোমবারই মুম্বইয়ে আসেন। প্রিয়াঙ্কার কাজিন পরিণীতি চোপড়া, বন্ধু আলিয়া ভাটকেও সেখানে দেখা যায়। নিক ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, ‘‘মুম্বই নাইটস।” সেই ছবিতে স্ক্রিনরাইটার মুস্তাক শেখ ও অন্যদের সঙ্গে প্রিয়াঙ্কাকেও দেখা যাচ্ছে।
পার্টিতে প্রিয়াঙ্কা পিচ রঙের ভেলভেটের সেপারেটর পরেছিলেন। ৩৬ বছরের এই অভিনেত্রী সঙ্গে বেইজ ও সোনালি রঙের স্লিং ব্যাগ ও মানানসই হিল পরেছিলেন। নিক পরেছিলেন ক্যাজুয়াল সাদা ও ক্রিম টিশার্ট ও প্যান্ট। আলিয়াকে নীল স্ট্র্যাপি ড্রেসে মিষ্টি দেখাচ্ছিল। তার গাঢ় লাল ব্যাগ ও পিঙ্ক হিল ছিল আকর্ষণীয়। পরিণীতি প্রিয়াঙ্কার মতোই সেপারেটর পরেন, সঙ্গে ছিল কেপ। প্রিয়াঙ্কার হবু জা সোফি টার্নার চিক স্মার্ট ডেনিম লুকে রেস্তোরাঁয় পৌঁছন।
প্রিয়াঙ্কার জুহুর বাড়ি ইতিমধ্যেই সেজে উঠেছে। বিয়ের জন্য গোটা বাড়িটিকে আলোর সাজে সাজানো হয়েছে। ২ ডিসেম্বর যোধপুরে নিক ও প্রিয়াঙ্কার বিয়ে হবে বলে খবর। আর কদিনের মধ্যেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। প্রিয়াঙ্কা সম্প্রতি দিল্লিতে সোনালি বোসের দ্য স্কাই ইজ পিঙ্কের শুটিং শেষ করেন। সেখানেই নিকের সঙ্গে তিনি দেখা করেন। দিল্লিতে তারা একটি থ্যাঙ্কসগিভিং পার্টিরও আয়োজন করেছিলেন দ্য স্কাই ইজ পিঙ্কের টিমের জন্য।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post