রজনীকান্ত ও অক্ষয়কুমার অভিনীত সিনেমা 2.0-এর বাজেট ছিল ৫০০ কোটি। ইতিমধ্যেই তার একটা বড় অংশ উঠে এসেছে সিনেমাটির স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট, ডিস্ট্রিবিউশন রাইট থেকে— এমনটাই জানাচ্ছে বলিউড হাঙ্গামা। লাইকা প্রোডাকশন স্যাটেলাইট রাইট বিক্রি করেছে ১২০ কোটি টাকায় এবং ডিজিটাল রাইট ৬০ কোটি টাকায়। প্রযোজক উত্তর ভারতে ডিস্ট্রিবিউশন রাইট বিক্রি করলেও অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও কেরালায় সেটা নিজের হাতেই রেখেছেন। কারণ বলিউড হাঙ্গামার মতে ওই অঞ্চল থেকেই বেশিরভাগ লাভ আসবে।
টিআরপি-র বিচারে এ সপ্তাহের তুল্যমূল্য লড়াই
ডিস্ট্রিবিউশন ব্রেকআফ দেখে নিন:
স্যাটেলাইট রাইট: ১২০ কোটি
ডিজিটাল রাইট: ৬০ কোটি
উত্তর ভারতীয় রাইট: ৮০ কোটি।
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাইট: ৭০ কোটি।
কর্নাটক রাইট: ২৫ কোটি।
কেরালা রাইট: ১৫ কোটি।
মোট: ৩৭০ কোটি।
বলিউড হাঙ্গামা রিপোর্ট বলছে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছনোর ১৩০ কোটি সিনেমা রিলিজের প্রথম সপ্তাহেই উঠে যাবে। সম্প্রতি যশ রাজ ফিল্মসের ঠগস অফ হিন্দুস্থান বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। বরং বধাই হো বিশ্বে ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে।
তবে 2.0-র রিলিজ কয়েক মাস পিছিয়ে গিয়েছে। কারণ নির্মাতা গুণগতমানে আপোস করতে চান না। তিনি ভিজ-এ—ভিজ নামে একটি উন্নত টেকনোলজি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন। ২০১০-এর সিনেমা এনথ্রিয়ান এর সিকুয়েল 2.0। এখানে রজনীকান্ত হিরো (ডক্টর ভিসেগারান) এবং অ্যান্টি হিরো (রোবোট চিট্টি)। 2.0-তে ভিসেগারান ও চিট্টি একসঙ্গে অক্ষয় অভিনীত ডক্টর রিচার্ডসের বিরুদ্ধে লড়বে। সিনেমাটি ২৯ নভেম্বর মুক্তি পাবে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post