‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুন কাপুরের কাছে করণ জোহর জানতে চান, ‘অর্জুন, আপনি সিঙ্গেল?’ জবাবে অর্জুন কাপুর বললেন, ‘না, আমি সিঙ্গেল না।’ তিনি বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তাঁর পাশে বসেছিলেন ছোট বোন জাহ্নবী। ভাইয়ের জবাব শুনে অবাক হন। তিনি কী বলবেন কিংবা তাঁর কী বলা উচিত, বুঝতে না পেরে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরেন। এখানেই শেষ নয়, পরের প্রশ্ন, ‘নতুন সঙ্গিনীর সঙ্গে আপনার পরিবারকে পরিচয় করিয়ে দিতে চান, আপনি তৈরি?’ অর্জুন কাপুর বললেন, ‘হ্যাঁ, আমি তৈরি। যদিও আগে তৈরি ছিলাম না।’
অর্জুন কাপুরের এই স্বীকারোক্তির পর বিটাউনে অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে শিগগিরই তাঁরা বিয়ে করছেন? ১৫ নভেম্বর রাতে অর্জুন কাপুর তাঁর বান্ধবী মালাইকা অরোরাকে নিয়ে চাচা সঞ্জয় কাপুরের বাসায় যান। একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে এই দুই বলিউড তারকাকে। অনেকেই বলছেন, চুটিয়ে প্রেম করছেন দুজন। এরই মধ্যে একসঙ্গে বেশ কিছু ছবিতে দেখা গেছে তাঁদের। চাচার বাড়ির নৈশভোজ আর আড্ডার ছবি তাঁদের চাচি মাহিপ কাপুর পোস্ট করেন ইনস্টাগ্রামে।এবার শোনা যাচ্ছে, মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছেই অর্জুন ও মালাইকা দুজনে মিলে একটি বাড়ি কিনেছেন। ইতিমধ্যেই সেই বাড়ির অন্দরসজ্জার কাজ হয়ে গেছে। ২০১৯ সালে বিয়ের পর এই বাড়িতেই উঠবেন মালাইকা ও অর্জুন।
এদিকে সঞ্জয় কাপুরের বাসায় সেই রাতের পার্টিতে মাহিপ কাপুর আমন্ত্রণ করেছিলেন কারিনা কাপুর, অমৃতা অরোরা, অনু দেওয়ান, সীমা খান, সোফি চৌধুরীকেও। একটি ছবিতে দেখা গেছে, সেই পার্টির মধ্যমণি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। নেটিজেনদেরও চোখ আটকে যায় অর্জুন-মালাইকায়। মুখে চওড়া হাসি মালাইকার। ঘনিষ্ঠ হয়ে বসেছেন অর্জুনের একেবারে পাশে। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, বিষয়টি এখন আর লুকোছাপার মধ্যে নেই?অর্জুন ও মালাইকা প্রেম করছেন—এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউডে। গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে, সেখানে যুক্ত হয়েছে ২০১৯ সালে তাঁদের বিয়ে করার প্রস্তুতির কথা। বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে ভেঙে যায় গত বছর। ১৬ বছর বয়সী একটি ছেলেও আছে তাঁদের। বিচ্ছেদের নেপথ্যের নায়ক হিসেবে সবাই সন্দেহ করছেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকেই। অথচ নিজেদের ব্যাপারে তাঁদের এখনো স্বচ্ছ স্বীকারোক্তি, ভালো বন্ধু তাঁরা। অর্জুনের সঙ্গে তাঁকে জড়িয়ে যেসব কথা ছড়াচ্ছে, একদিন এসবের জবাব দেবেন তিনি।
মূলত আরবাজ খানের দ্বিতীয় বিয়ের খবর ছড়ানোর পর থেকে অর্জুন-মালাইকাকে একত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। দুজনকে ঘিরে গুঞ্জন শুরু হয় সেখান থেকেই। ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে অর্জুন ও মালাইকাকে। কিছুদিন আগে ভাইরাল হয় মালাইকার হাত ধরে হাঁটার একটি ছবি। এরপর দুজনকে একত্রে দেখা যায় এক রেস্তোরাঁয়। আর এবার ছবি দেখা গেল একেবারে বাড়িতে। বলিউডের গুঞ্জনগুলো এখন আর গুঞ্জন থাকে না। তাঁদের সম্পর্কের পরিণতি দেখতে হয়তো অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।
এর আগে হিন্দুস্তান টাইমসকে মালাইকা অরোরা বলেছেন, ‘ব্যক্তিগত প্রশ্নের জবাব দিতে চাই না। আমি লজ্জা পাচ্ছি, সেটা নয়। আসলে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমি এখন জীবনটাকে উপভোগ করছি।’
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post