রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। এরই মধ্যে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল আওয়ামী লীগ। মনোনয়ন কিনতে বিভিন্ন অঙ্গনের তারকাদের ভিড় দেখা গেলেও মনোনয়ন পাওয়ার দৌড়ে দেখা গেল তার উল্টো চিত্র।
এরইমধ্যে নির্বাচনের টিকিট পেয়েছেন বেশ কয়েকজন তারকা। এরমধ্যে প্রথমবার নির্বাচনের সুযোগ পেয়েছেন চিত্রনায়ক ফারুক (ঢাকা-১৭), পুনরায় মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর (নীলফামারী-৩) ও মমতাজ বেগম (মানিকগঞ্জ-২) নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১) ও মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২)।এদিকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বঞ্চিত হয়েছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী (ঢাকা-১৭), রোকেয়া প্রাচী (ফেনী-৩), তারিন জাহান (ঢাকা-১০), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), ডিপজল (ঢাকা-১৪), শমী কায়সার (ফেনী-৩), জ্যোতিকা জ্যোতি (ময়মনসিংহ-৩) তারানা হালিম,সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
এদিকে বিএনপি থেকেও মনোনয়নপত্র কিনেছেন একঝাঁক তারকা। সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন চাইছেন কণ্ঠশিল্পী কনক চাঁপা। সিলেট-৬ আসন থেকে বিএনপির মনোয়নয়পত্র কিনেছেন চিত্রনায়ক হেলাল খান।দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তিনিও এবার অংশ নিতে চান নির্বাচনে। নীলফামারী-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি। বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে চান কণ্ঠশিল্পী মনির খানও। ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়নপত্র কিনেছেন তিনি। এবার দেখার পালা আওয়ামী লীগ মনোনয়ন দেয়ার ক্ষেত্রে তারকাদের এড়িয়ে চললেও বিএনপি কোন পথে হাঁটে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post