বলিউডের আলোচিত জুটি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। তাদের বিয়ে আগ্রহের শেষ বলিপাড়া থেকে মুরু করে সাধারণ ভক্তদের মাঝেও। গত বুধবার ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে। আর পরদিন বৃহস্পতিবার সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি। এর আগে গত মঙ্গলবার দিনে ছিল দীপবীরের মেহেদি অনুষ্ঠান, রাতে হয় আংটিবদল। দীপিকা পাড়ুকোন ও রণভীর সিং গত সপ্তাহে ইতালিতে বিয়ে করেন। তাঁরা নিজেদের বিয়ের অনুষ্ঠানের এবং মেহেন্দি অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
দীপিকা ও রণভীর এরকমই থাকুন আজীবন।
দীপিকাকে বিয়ের দিন দারুণ দেখাচ্ছিল। অসাধারণ ছাড়া আর কোনও শব্দ তার জন্য প্রযোজ্য নয়।
বিয়ের আগে রণভীরকে স্বাগত জানাচ্ছেন কন্যাযাত্রীরা।
সত্যিই এমন ছবি থেকে চোখ ফেরানো যায় না।
নভেম্বরের ১৫ তারিখে অনুষ্ঠিত হয় আনন্দ করাজ অনুষ্ঠান। বর কনে দু’জনেই সেজেছিলেন লাল পোশাকে।
দীপিকাকে লাল লেহঙ্গা এবং দারুণ গয়নার সমাহারে অপূর্ব দেখাচ্ছিল
অনুষ্ঠানে দম্পতি নিজেদের আংটি বদল করে।
দীপিকা ও রণভীর প্লিজ একটু হাসো!
বিয়ের সময় পুজো চলাকালীন বর এবং কনে।
দেখুন দীপিকা আর রণভীরের হাতে কেমন মেহেন্দি পরানো হয়েছিল। নবদম্পতিকে ঘিরে রয়েছেন দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন, বোন আনিশা এবং রণভীরের মা অঞ্জু ভাবনানি ও বোন ঋতিকা।
প্রাক বিবাহ উৎসবে রণভীর চুটিয়ে মজা করে নিয়েছেন। বেশ কিছু হিন্দি গানে তাকে তাল ঠুকে নাচতে দেখা গিয়েছে।
দেখুন আর এক অতিথির সঙ্গে কেমন উপভোগ করছেন রণভীর।
দীপিকার নাচ মুগ্ধ করে রেখেছিল সকলকে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post