জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা।ঢাকাই সিনেমার এসময়ের ব্যস্ততম নায়িকাদের মধ্য একজন সে। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন । কিছুদিন আগেই শেষ করলেন ‘গহীনের গান’ সিনেমার শুটিং।
সিনেমায় ব্যস্ত থাকলেও মাঝে মাঝে বিজ্ঞাপনেও দেখা মেলে তার। তবে এবার নতুন এক অভিজ্ঞতা অর্জন করেন এ চিত্রনায়িকা। প্রথমবারের মত উপস্থাপনায় নাম লেখালেন তমা মির্জা। অনুষ্ঠানের নাম ‘প্রিয়তমার প্রিয়মুখ’। বিনোদন ভুবনের একজন করে তারকাদের কাজের গল্প নিয়ে ধারাবাহিকভাবে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
প্রথমবার উপস্থাপনা প্রসঙ্গে তমা বলেন, ‘উপস্হাপনা করা বেশ কঠিন ও কষ্টসাধ্য কাজ। এর আগে অনেক প্রস্তাব পেলেও তা করিনি। কিন্তু এ আয়োজনে অনুষ্ঠানের নাম এবং আয়োজকদের পরিকল্পনা আমার বেশ পছন্দ হয়েছে বলে কাজটি করা। এ অনুষ্ঠানে আমার নামও তমা রাখা হয়েছে।’’প্রিয়তমা’র প্রিয়মুখ’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফরিদা লিমা। এটি প্রতি শনিবার দেশ টিভিতে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে প্রচার করা হচ্ছে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post