আমরা সব সময়েই তাকে হারায়ে খুঁজি। তাকে পাওয়ার জন্যই এত আয়োজন, এত ব্যস্ততা এত প্রকাণ্ড কর্মযজ্ঞ। কিন্তু সব সময়ে খুঁজে পাই কী? ঠিকই ধরেছেন আমি কথা বলছি সুখ নিয়ে, আনন্দ নিয়ে। আর এই সুখ আনন্দকে গরুখোঁজা খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময়ে ভুলে যাই, সুখের বাসা তো আমাদের অন্তরেই।আর সেই বহু পুরাতন অথচ চির সত্য কথাটাই ফের একবার সকলকে মনে করিয়ে দিলেন অভিনেতা জিৎ। নিজের টুইটার অ্যাকাউন্টে এই অভিনেতা সম্প্রতি একটি ছবি শেয়ার করেন। নায়কের সেই ছবির পিছন থেকে সূর্যরশ্মি এসে ঘর ধুইয়ে দিয়ে যাচ্ছে। এমন ছবিই বোধহয় একটা সুন্দর, ইতিবাচক সকালের বার্তা দেয়।
নিজের পজিটিভিটির জন্য এমনিতেই জিৎ ইন্ডাস্ট্রিতে পরিচিত। এ বার সেটাই তিনি আর একবার প্রমাণ করলেন এই পোস্টের মাধ্যমে। জিৎ ছবির ক্যাপশনে লেখেন, ‘‘আনন্দকে বাইরে কোথাও খুঁজতে যেও না, সে তোমার অন্তরেই আছে।” আর আমরা বলছি শুধু অন্তরেই না অ-সুখের পাশেই সুখ আছে প্রত্যেকের অন্দরে, গোটা অন্তর জুড়ে। অপেক্ষা শুধু তাকে খুঁজে পাওয়ার।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post