বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খান রোববার ‘ভারত’ সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন। সে সময়ে তিনি একটি স্ট্যান্টে নিজেই অভিনয় করছিলেন। ইতোমধ্যে তাকে মুম্বাইয়ে নেয়া হয়েছে। তবে তার আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।
প্রসঙ্গত, ‘ভারত’ ছবির শুটিং শুরু হয়েছিল প্রায় তিন মাস আগে। প্রথম দফার শুটিংয়ে হালের ক্রেজ অভিনেত্রী দিশা পাটানিও ছিলেন। বিয়ের কারণে সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা চোপড়া এই ছবি থেকে সরে দাঁড়ানোয় এখন সেই চরিত্রে অভিনয় করছেন সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ান প্রমুখ। ছবির পরবর্তী অংশের শুটিং হওয়ার কথা রয়েছে ইউরোপের দেশ মাল্টায়। সবকিছু ঠিক থাকলে আগমী বছর মুক্তি পাবে সালমান খানের আলোচিত এই ছবি।
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post