সাম্প্রতিক সময়ে শোবিজে যৌন হেনস্থা নিয়ে সরব মডেল-অভিনেত্রীরা। #মিটু’র মাধ্যমে হলিউডে এটি শুরু হলেও পরবর্তীতে বলিউড তারকারা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এ পালে হাওয়া লেগেছে বাংলাদেশের শোবিজ পাড়াও। মঙ্গলবার নিজ ফেসবুকে এক লোকের ছবি দিয়ে নিজের যৌন হেনস্থার কথা শেয়ার করেছেন মিস আর্থ ইন্টারন্যাশনাল ও মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি। এবার এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী স্বাগতা।
তিনি বলেন, আমি যখন ফিল্মে আসি আমাকে তখন অন্য কোনো পথ ধরতে হয়নি। আমি আমার যোগ্যতা দিয়েই কাজ করেছি। এখনো তাই করছি। যোগ্যতা থাকলে কাউকে অন্য পথ অবলম্বন করতে হয় না। শোবিজে সেক্রিফাইস প্রসঙ্গে এ কথাগুলো বললেন অভিনেত্রী স্বাগতা। তিনি আরো বলেন, একটা মেয়ে ঘর থেকে বের হলেই তার কাছে নানা রকম প্রস্তাব আসবে। কিন্তু তাকে ঠিক করতে হবে সে কোন পথে যাবে। তার ওপর নির্ভর করবে সব কিছু।
স্বাগতা আরো বলেন, শোবিজেও নারীদের নানা রকম যৌন হেনস্তার মুখোমুখী হতে হয় এটি অস্বীকার করার কিছু নেই। আজকাল শুধু নারী নয়, অনেক পুরুষও বাদ পড়ছে না এ থেকে। আবার অনেক নারী এটাকে ব্যবহার করে ক্যারিয়ার গড়তে চায়। আমি মনে করি, শোবিজে আসতে হবে যোগ্যতা নিয়ে। তাহলে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবে।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post