সাংবাদিক নাজমুল হক ইমনের লেখা ‘তুমি বাবা, আমার বাবা’ শিরোনামের গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মাসুদ অপু। এর আগে তাদের ‘মা আমার মা’ শিরোনামে গানটি বেশ জনপ্রিয়তা পায়। এই গানের সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
জানা গেছে, এরই মধ্যে গানটি নিয়ে কাজ শুরু করেছেন তিনি। শিগগির এর রেকর্ড ও দৃশ্যধারণ শুরু হবে। এই গানের প্রতিটি কথা হৃদয়স্পর্শী। তাই এটি সবার কাছে ভালো লাগবে বলেও জানান এই কণ্ঠশিল্পী।
গান প্রসঙ্গে মাসুদ অপু বলেন, বাবাকে নিয়ে একটি গান করার ইচ্ছে অনেক দিনের। গত বছর নাজমুল হক ইমন ভাইয়ের লেখা ‘মা আমার মা’ গানটি শ্রোতাদের মনে দাগ কাটে। তাই এবার আমরা দুইজনই সিদ্ধান্ত নেই, ‘বাবা’ নিয়ে কাজ করবো।
সেই ধারাবাহিকতায় ‘তুমি বাবা, আমার বাবা’ গান নিয়ে কাজ শুরু করেছি। আশা করছি, মা গানের মতো এই গানটিও সবার পছন্দ হবে।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post