সালাহউদ্দিন লাভলু শুধুই যে নির্মাতা তা কিন্তু নন। তিনি।একাধারে গল্পকার ও অভিনেতাও। ১৩ বছর আগে ‘মোল্লাবাড়ির বাউ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটির পরিচালকও ছিলেন লাভলু। ১৩ বছর পর আবারও ফিরলেন চলচ্চিত্রে। তবে নির্মাণে নয়, অভিনয়ে।
গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবিতে অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু। সমকাল অনলাইনকে এতে অভিনয় করার নিশ্চিত করেছেন লাভলু। তিনি বলেন, ছবিতে অভিনয় করছি না ১৩ বছর হয়ে গেছে। এতো বছর হয়ে গেছে ভাবিইনি। না করার পিছনেও একটা কারণ ছিল। গল্প ভালো না হলে অভিনয় করার ইচ্ছে ছিলনা। সাপলুডুর গল্প আমার ভালো গেছে। পরিচালকও আমার পছন্দের। তাই অভিনয় করা। এতে আমাকে অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে ’
‘সাপলুডু’ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন আরিফিন শুভ। আর নায়িকা রয়েছেন বিদ্যা সিনহা মিম। গত ২৭ অক্টোবর থেকে মানিকগঞ্জের বেতিলায় অবস্থিত একটা পার্কে শুটিং হয়েছে ছবিটির।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post