বড় পর্দার জনপ্রিয় নায়িকা পপির বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে নানা সময়। কিন্তু মনের মানুষ নিয়ে কখনই হাজির হননি পপি। অবশেষে নাকি মনের মানুষের দেখা পেয়েছেন এই নায়িকা। নির্মাতা অনন্য মামুন পপির বিয়ের একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন ‘অবশেষে খোঁজ মিললো পপির সেই ভালোবাসার মানুষের’। খোঁজ নিয়ে জানা গেল একটি ওয়েভ সিরিজের দৃশ্য এটি।
সিরিজটির নাম ‘ইন্দুবালা’। অনন্য মামুন এটি নির্মাণ করছেন। সেখানে একটি দৃশ্যে পপিকে এভাবেই দেখা যাবে। এভাবে ছবি পোস্ট ও ক্যাপশন দেয়ার কারণে আপনার ভক্তরা বিভ্রান্তিতে পড়বে কি না জানতে চাইলে পপি বলেন, ‘এটা তো পরিচালক মজা করেই দিয়েছেন। ফেসবুকে যারা আছেন, তারা এটা নিশ্চয় বুঝতে পারবেন।এই ওয়েব সিরিজে আরও দেখা যাবে, গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হচ্ছেন পপি। আরও নানা চমক থাকছে এই ওয়েব সিরিজে। জানা যায়, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে পপি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, এবিএম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ। এটি ১৫ নভেম্বর থেকে প্রচার শুরু হবে। এতে একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করছেন পপি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post