রাহুল-প্রিয়াঙ্কার জীবনে অশান্তির কালো ঝড় যে নেমে এসেছে, সে খবর তো কারও অজানা নয়৷ একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন৷ আর তার আঁচ গিয়ে পড়েছে আদালত পর্যন্ত ৷
ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন৷ প্রফেশনাল লাইফ কিন্তু ফাটাফাটি চলছে প্রিয়াঙ্কার৷ একটার পর একটা বড় বাজেটের সিনেমায় অভিনয় করছেন৷ সেই সঙ্গে ওয়েব সিরিজে অভিনয়৷ এরই সঙ্গে ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার আসছে তাঁর ঝুলিতে ৷
পরিচালক অর্ণব মিদ্যার ছবি ‘অন্দরকাহিনি’তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন প্রিয়াঙ্কা৷ এ বার সম্মান এল ঝাড়খন্ড ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে৷ এই ঝাড়খন্ডের জাতীয় ফিল্ম ফেস্টিভ্যালের তরফে সেরা অভিনেত্রীর সম্মান জুড়ল প্রিয়াঙ্কার মুকুটে৷ একই সঙ্গে এই ছবি সেরা পারিচালনা এবং সেরা গল্পের পুরস্কারও জিতে নিয়েছে৷
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post