সেলিব্রেটিবিডি:
ব্যান্ড লিজেন্ড, গিটার জাদুকর আইয়ুব বাচ্চু নায়িকা নিয়ে ভেগে যেতে চান! এতদূর ভাগতে চান যেন নায়ক তাদের খুঁজে না পায়।সোমবার চ্যানেল আইয়ের ২০তম জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে ছিল দিনভর নানা আয়োজন। পুরো অনুষ্ঠান লাইভ প্রচার হচ্ছিল চ্যানেল আইয়ের টেলিভিশন পর্দায়। বিকেলের দিকে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী ও দেশের প্রখ্যাত ব্যান্ড দল ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।
সেই তুমি কেন এত অচেনা হলে, চলো বদলে যাই, হাসতে দেখো গাইতে দেখো গাওয়ার ফাঁকে ফাঁকে চলছিল গিটারের ঝড়! গিটারে মোহনীয় সুর তুলে চলে আসছিলেন দর্শকের কাতারে। গান-গিটারের মাঝে বলছিলেন চ্যানেল আই নিয়ে নানা কথা, নানা স্মৃতি আর জার্নির গল্প। এমনই এক সময় এবি বলে উঠেন, ফরিদুর রেজা সাগরের কাছে এলে আমি বাবার আদর পাই। মঞ্চে ডাকেন ফরিদুর রেজা সাগরকে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তখন আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন।
মঞ্চের পাশেই ছিলেন শাইখ সিরাজ। মঞ্চে উঠে এলেন তিনি। তাকে দেখে খুশি হলেন আইয়ুব বাচ্চু। শাইখ সিরাজ আইয়ুব বাচ্চুর কাছে দুটো প্রস্তাব রাখলেন। এক- চ্যানেল আইয়ের একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করা। দুই- কৃষকের জন্য একটা গান করা।সলজ্জ আইয়ুব বাচ্চু কৌতুকের সুরে বললেন, অভিনয় করতে পারি যদি তা ভিলেনের চরিত্রে হয় এবং নায়িকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ থাকে। এত দূরে পালাবো যে নায়ক খুঁজে পাবে না!আইয়ুব বাচ্চু শাইখ সিরাজকে কথা দিলেন কৃষকদের জন্য গান করবেন। আগামী কৃষকের ঈদ আনন্দে কৃষকদের নিয়ে আইয়ুব বাচ্চুর গান শোনা যাবে বলে ঘোষণা দেন।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post