সেলিব্রেটিবিডি:
সস্তিকা এমন এক অভিনেত্রী, তার থেকেও বড় কথা এমন এক মানুষ যিনি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন। এ কথা জানেন তাঁর পরিচিত সকলেই। এমনকি, সম্পর্কের ব্যাপারেও খোলাখুলি কথা বলেন তিনি।
কখনও জিৎ, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও সৃজিত মুখোপাধ্যায়, কখনও বা সুমন মুখোপাধ্যায়— বিভিন্ন সময়ে স্বস্তিকার সঙ্গে এই ব্যক্তিদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। কখনও মুখের ওপর জবাব দিয়েছেন নায়িকা। কখনও বা হেসে এড়িয়ে গিয়েছেন।
সম্প্রতি স্বস্তিকারই শেয়ার করা একটি ছবি নিয়ে ফের তাঁর নতুন সম্পর্কের জল্পনা চলছে। ছবিতে দেখা যাচ্ছে কোনও এক পুরুষের কাঁধে মাথা রেখেছেন নায়িকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে ফুল ফোটে, আশা জাগে…।’কিন্তু কার সঙ্গে এই ছবি তুলেছেন, তা খোলসা করেননি স্বস্তিকা। তাঁর ক্যাপশন দেখে শুরু হয়েছে নতুন সম্পর্কের জল্পনা। সত্যিই কি ফের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা? না! এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post