সেলিব্রেটিবিডি:
স্টেজ শো, কনসার্ট ও নিজের গান নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন হালের সেনসেশন শিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খান। মাঝে উন্নয়ন কনসার্ট নিয়ে বেশ ব্যস্ততা পার করেছেন তিনি।সর্বশেষ তিনি গত ১৯ সেপ্টেম্বর ভোলার একটি কনসার্টে অংশ নিয়েছিলেন। এছাড়াও দেশের বাইরে স্টেজ শো নিয়ে নিয়মিতই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।
সম্প্রতি অনুষ্ঠিতব্য একটি রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন হৃদয় খান। ‘সানসিল্ক ডিভাস’ শিরোনামে এ সংগীত প্রতিযোগিতার ঘোষণা এরইমধ্যে দেয়া হয়েছে। এ প্রতিযোগিতায় চারজন সেরা নারী শিল্পী বাছাই করে তৈরি করা হবে ‘অল গার্ল ব্যান্ড’। সেখানে বিচারক হিসেবে হৃদয় খানের পাশাপাশি থাকছেন চিরকুট ব্যান্ডের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমী, আলিফ আলাউদ্দিন এবং নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ।
হৃদয় খান বলেন, ‘অনেক ভালো একটি সংগীত রিয়েলিটি শো শুরু হতে যাচ্ছে। দেশের আনাচে কানাচে অনেক শিল্পীই ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের মধ্য থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া চলবে। এমন একটি প্রতিযোগিতার বিচারকের আসনে থাকতে পেরে ভালো লাগছে। আমার বিশ্বাস এটি খুব ভালো একটি কাজ হতে চলেছে।’বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কিছু গানের কাজ নিয়ে এখন একটু ব্যস্ততা যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটা চলচ্চিত্রের জন্য কাজ করেছি। এর পাশাপাশি জিঙ্গেলের ব্যস্ততা তো রয়েছেই। তাছাড়া এখনের সময়টা সিঙ্গেল গানের যুগ। সময়ের সাথে তাল মিলিয়েই কাজ করতে হয়। সেগুলো নিয়েই মূলত কাজ করছি এখন।’
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post