সেলিব্রেটিবিডি:
আগে থেকেই শোনা যাচ্ছিল একজন নেশাগ্রস্ত অপরাধীর চরিত্র নিয়ে আসছেন নায়ক সিয়াম। ‘দহন’ ছবির এ নায়ক জানালেন, একেবারে সত্যিকারের হাজতির মতোই তুলে ধরা হবে তাকে।যার একটা নমুনা পাওয়া গেল ১৯ সেপ্টেম্বর। পরিচালক রায়হান রাফী ‘দহন’-এর সম্পাদনার টেবিল থেকে একটি বিশেষ ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।
যেখানে দেখা যায় জেলখানার একটি দৃশ্য। এতে বৃদ্ধ হাজতি সিয়ামের সঙ্গে সাংবাদিক জাকিয়া বারী মমকেও দেখা গেছে।সিয়াম বললেন, ‘এখানে মম আপু সাংবাদিক হিসেবে আমার সঙ্গে কথা বলতে আসেন। তিনি আমার জীবনের গল্প শুনতে চান। কিছুটা বলি, কিছুটা লুকিয়ে যাই। দৃশ্যটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিল। এমন একটা লুক থাকবে, যেখানে দিনের পর দিন গোসল না করে থাকা ও বন্দি এক মানুষকে ফুটিয়ে তুলতে হবে। তাই চুল-দাঁড়িতেও সেই প্রভাব থাকছে।’
এদিকে ‘দহন’ ছবির কাজ একদমই শেষ পর্যায়ে। কয়েকটি দৃশ্যের শুধু সংশোধনী শট নেওয়া হবে। এরপরই ছবিটি পুরোপুরি চলে যাবে সম্পাদনার টেবিলে।
‘দহন’ ছবিতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর পূজা অভিনয় করছেন গার্মেন্ট কন্যার চরিত্রে। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া।
উল্লেখ্য, এটি সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি। প্রথমটির নাম ‘পোড়ামন-২’।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post