সেলিব্রেটিবিডি:
সময় এখন শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের। বড় বড় নামিদামি তারকারাও এখন কাজ করছেন ওয়েব সিরিজে। সেই তালিকায় সাইফ থেকে শুরু করে নাওয়াজ, আমির খানও গা ভাসিয়েছেন। তবে এই ওয়েব সিরিজ শুধু বলিউডেই থেমে নেই, টলিউডে রাইমা থেকে প্রিয়াঙ্কা, অপরাজিতা, স্বস্তিকা এন্ট্রি নিয়েছেন। সেই তালিকায় এবার শোনা যাচ্ছে পাওলি দামের নাম। বেশ বড় মাপের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে।
ভারতে চলতি বছর একটি জাতীয় ওয়েব পোর্টাল লঞ্চ করে। যেখানে এখন রমরমীয়ে চলছে ‘কিরনজিৎ কর’। সানি লিওনির বায়োপিক। সেখানেই নতুন কাহিনি নিয়ে আসছেন পাওলি। জানা গেছে, পাওলি টলিউডসহ বলিউডের পরিচিত মুখ। তাই তাঁরা নায়িকাকে বেছে নিয়েছেন এই সিরিজের জন্য। যদিও ওয়েব সিরিজের মূল গল্প হবে বাংলা ভাষায়। কিন্তু ভার্বিং হবে আরও পাঁচটি ভাষায়। তবে চমকের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি গোটা পনেরো দিন শ্যুটিং করে ফেলেছেন নায়িকা।
এতো গেল নায়িকার ওয়েব সিরিজে এন্ট্রির খবর। কিন্তু সিরিজের গল্প কি? কাহিনির স্বাদ থ্রিলার। যেখানে এক নিম্নমধ্যবিত্ত সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। চিত্রনাট্যটি একদিনের। নাম ‘কালী’। পুজার কিছুদিন পরেই ওয়েবের পর্দায় মুক্তি পাবে ‘কালী’।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post