সেলিব্রেটিবিডি:
মহাব্বত হাওলাদার। এর আগে ১২ বার বিবাহ করেছেন। তবে এখানেই ইতি টানের ইচ্ছা নেই। বিয়ে করতে চান আরও। আর সেই ১৩ নম্বর বিয়েটা হলো এক অদ্ভুতভাবে। মেয়ের ঘরে নাতির জন্য পাত্রী দেখতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন লাকি নামের সেই পাত্রীকে। ‘লাকি থার্টিন’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে এমনই দৃশ্য দেখা যাবে। এতে মহাব্বত হাওলাদার চরিত্রে থাকছেন অভিনেতা আমিরুল হক চৌধুরী এবং লাকি চরিত্রে অভিনয় করেছেন অহনা।ছন ফরিদুল হাসানের পরিচালিত এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। এতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, হুমায়রা হিমু, ফারজানা ছবি, সিদ্দিকুর রহমান প্রমুখ।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post