হাসান রাশেদ
মুক্তির অপেক্ষায় ঢাকাই সিনেমা ‘নায়ক’। এখন সিনেমার গানের শুটিং চলছে বলে জানান যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান।
তিনি বলেন, এই সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খানকে জুটি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। ছবটিতে আরো অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ‘জাদুর কাঠি মিডিয়া’। গেল জানুয়ারি মাসে এফডিসিতে মহরতের মাধ্যমে এই ছবির শুটিং শুরু হয়।
এদিকে ‘এলোমেলো’ শিরোনামে ছবির প্রথম গান ইউটিউবে প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ১৬ সেপ্টেম্বর গানটি মুক্তি দেয়া হবে জানিয়েছেন নির্মাতা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।
নির্মাতা ইস্পাহানি বলেন, ‘এটি পুরোপুরি রোমান্টিক একটি গান। কথা, সুর ও সংগীত দুর্দান্ত হয়েছে। আশা করছি এই গানটি ভালো লাগবে। এই সিনেমাটিও এই বছরের একটি ভালো সিনেমাগুলোর মধ্যে স্থান করে নিবে বলেই আমার বিশ্বাস।’
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post