সেলিব্রেটিবিডি:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলামের আজ জন্মদিন। এই দিনেই নাবিলা ইসলাম চট্রগ্রামে জন্ম গ্রহণ করেন। নাবিলা ইসলাম একাধারে অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা। তিনবোনের মধ্যে নাবিলাই বড়। বাবা মনজুরুল ইসলাম ও মা নাসরিন ইসলাম ও ছোটবোন দিয়া ও তুলতুল নিয়ে তাদের সংসার।
নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে, টেলিফিল্ম ও বিজ্ঞাপন চিত্রে। ওয়াহিদ তারেকের পরিচালনায় টেলিছবি লিটল অ্যাঞ্জেল আই অ্যাম। এরপর এক আকাশ মেঘের গল্প, চকচক করলে সোনা হয়না, বাপ বেটা মডার্ন তারই অভিনীত। অভিনয় ছাড়াও তিনি ভালো আবৃত্তি করতে পারেন।
নাবিলা ইসলাম জন্মদিনে তার আত্মীয়-স্বজন,দর্শক ও সুধীজন সবার কাছে দোয়া চেয়েছেন।তিনি একজন গুণী অভিনেত্রী ও ভালো একজন মানুষ হতে চান।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post