সেলিব্রেটিবিডি:
অদ্ভুত রোগে ভুগছেন বলিউড নায়িকা শর্মা। এমনটি জানিয়েছে বলিউডের একটি সূত্র।
ওই সূত্র জানায়, ‘বালগিং ডিস্কে’ ভুগছেন আনুশকা শর্মা। সাধারণ ভাবে একে স্লিপ ডিস্ক বলা হয়। চিকিৎসকদের মতে, এই রোগে মূলত স্নায়ুর সমস্যা হয়। পিঠের নিচে যন্ত্রণা প্রবল হয়ে ওঠে। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। তবে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলে এই রোগ থেকে মুক্তি সম্ভব।
এ রোগ থেকে মুক্তি পেতে আনুশকাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। কিন্তু সামনে মুক্তি পেতে চলেছে আনুশকার নতুন ছবি ‘সুই ধাগা’। নতুন এ ছবির প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত তিনি। ফলে কোন ধরনের বিশ্রাম নিতে পারছেন না জনপ্রিয় এ অভিনেত্রী।তবে বিরাট কিংবা আনুশকার পক্ষ থেকে এ রোগের ব্যাপারে কেউ কিছু জানান নি।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post