সেলিব্রেটিবিডি:
জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের নতুন গান ‘লুকোচুরি প্রেম’। ‘চোখাচোখি দেখাদেখি তারপর, লুকোচুরি প্রেম ভালোবাসা,এলোমেলো করে দিলো আমায়,আমি যে কতো বেশি ভালোবাসি, কী করে বোঝাবো তোমাকে’ সহশিল্পী তাসনিম আনিকার সাথে গেয়েছেন তিনি।
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানের ভিডিও। ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে ‘লুকোচুরি প্রেম’ গানটি। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে।
বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে প্রশংসিত হয়েছে। ‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ও তাসনিম আনিকা। টেলিছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post