সেলিব্রেটিবিডি:
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ দুইদিন ধরেই ফেসবুকে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে নিজের ছবি পোস্ট করছেন। শুক্রবার নিজের ওয়ালে অপরূপ নেপালের একটি পাহাড়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘মেঘের দেশে পাখির বেশে’।
ক্যাপশনের সঙ্গে মিল রেখেই যেন ছবিগুলো তোলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুই হাত উঁচিয়ে কোথাও যেন উড়ে যেতে চাইছেন মৌসুমী। ডানা মেলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে তার। তাইতো এমন একটি ক্যাপশনে ছবিগুলো ভক্তদের উদ্দেশে শেয়ার করেছেন এই গ্ল্যামার গার্ল।
মৌসুমী বললেন, গেল ৬ সেপ্টেম্বর নেপালে এসেছি। শুটিংয়ের জন্যেই এখানে আসা। আমার সব সময় ইচ্ছে করে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। সবুজে ঘেরা পাহাড়ে এলে নিজেকে ধরে রাখতে পারি না। মনে হয় ইশ, যদি আমার পাখির মতো ডানা থাকতো, যদি উড়তে পারতাম। কতই না মজা হতো।
জানা গেছে, পাঁচটি নাটকের শুটিংয়ের জন্যেই মৌসুমীর এই নেপাল সফর। নাটকগুলোতে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং এসএন জনি। পরিচালনা করছেন প্রীতি দত্ত।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post