সেলিব্রেটিবিডি:
‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তর। বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কোমলে-কঠোরে মেশানো নিষ্ঠুর-সুন্দর তার অন্তর। একা; টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। কোথাও অন্যায় অবিচার দেখলে রুখে দাঁড়ায়। পদে পদে তার বিপদ শিহরণ ভয় আর মৃত্যুর হাতছানি।’ এটাই বাংলাদেশি সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানার সংক্ষিপ্ত পরিচয়।
কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানা সিরিজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বইয়ের মাসুদ রানা এবার উঠে আসছেন চলচ্চিত্রের রুপালি পর্দায়। জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে ‘ধ্বংস পাহাড়’, ‘ভারতনাট্যম’ এবং ‘স্বর্ণমৃগ’- এই তিনটা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করবে।
ছবির কাজ শুরু হবে এবছরই। ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। মূল আলোচনা রূপালী পর্দায় কে হবেন মাসুদ রানা? আলোচনায় শাকিব খান থেকে আরিফিন শুভ, কিংবা এবিএম সুমন- এরকম অনেকের নামই উঠে এসেছে। তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, মাসুদ রানা হবেন বাংলাদেশি কোন তরুণই। প্রতিষ্ঠিত কোন নায়ক নন, মাসুদ রানা হিসেবে দেখা যাবে একদম নতুন কাউকে। মাসুদ রানা নির্বাচনের এই প্রক্রিয়াটি চালানো হবে সারাদেশের তরুণদের মধ্যে, একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে।
সে লক্ষেই ইউনিলিভারকে সঙ্গে নিয়ে জাজ শুরু করেছে ‘ফেয়ার এন্ড লাভলি ম্যানস ‘কে হবে মাসুদ রানা’ নামে রিয়েলিটি শো। এর মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চ্যানেল আই। এতে যে কোনো বাংলাদেশি পুরুষ নাগরিক বা বাংলাদেশি বংশোদ্ভুত কে কোনো পুরুষ
মাসুদ রানা হবার জন্যে আবেদন করতে পারবেন।
ইউনিলিভার সূত্র জানিয়েছে, এরইমধ্যে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের নিয়মাবলী জানতে ক্লিক করুন : www.youtube.com/watch?v=InkCAYCC1nM- এই ঠিকানায়। নিবন্ধনের জন্য লগইন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন www.mensfairandlovelyhero.com ঠিকানায়।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post