সেলিব্রেটিবিডি:
অভিনয় গুণে বলিউডের অনেক অভিনেত্রীকেই হারিয়ে দিয়েছেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর। বলিউডের উদীয়মান অভিনেত্রীদের মধ্যে এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। বলিউডের স্বনামধন্য নির্মাতাদের সুনজর এখন শুধু তার দিকেই। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমা দিয়ে আবারও বাজিমাত করলেন শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি। আর সিনেমাটিও বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে।
গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত এই সিনেমা। আর মাত্র ৪ দিনেই বক্স অফিসে এই ছবিটির ব্যবসার পরিমাণ সকলকে অবাক করে দিয়েছে। শুধুমাত্র সোমবার এই ছবিটির বক্স অফিস কালেকশন হয়েছে ৯দশমিক ৭০ কোটি টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত বক্স অফিসে ছবিটি মোট আয় করেছে ৪১দশমিক৯৭ কোটি টাকা।
একইদিন মুক্তিপ্রাপ্ত ববি দেওল, সানি দেওল অভিনীত ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিটির ৪ দিনের বক্স অফিস কালেকশন মাত্র ৭দশমিক৩৫ কোটি টাকা।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post