সেলিব্রেটিবিডি:
কৃতি শ্যাননের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বলা হয় একটি রিজার্ভ ফ্যান অ্যাকাউন্ট ফলো করতে। দেওয়া হয় কিছু পুরোনো ছবিও। হঠাৎ এমন পোস্টে অবাক ভক্তকুল। অবাক কৃতি শ্যানন নিজেও। পরে বুঝতে পারেন, হ্যাকারের কবলে পড়েছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
এরপর আর দেরি করেননি কৃতি। অ্যাকাউন্ট উদ্ধারের জন্য উঠেপড়ে লেগে যান। কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যায় অ্যাকাউন্ট। তবে কারা হ্যাক করেছিল, তার কোনো তথ্যই এখনো পাননি কৃতি। এই বলিউড অভিনেত্রী এমনিতেই আলোচনা আর প্রচার থেকে একটু আড়ালে থাকেন। প্রেম-বিচ্ছেদ বা বিতর্ক দিয়ে খবরের শিরোনামে থাকেন না বললেই চলে। এবার অ্যাকাউন্ট হ্যাকের বদৌলতে অন্তত খবরের শিরোনাম হলেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর টুইটারে দুর্ঘটনার খবরটি সবাইকে জানান কৃতি। টুইটারে তিনি লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কেউ সেখান থেকে আসা কোনো মেসেজে সাড়া দিয়ো না।’ এই ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা পরেই ফের টুইট করেন অ্যাকাউন্ট পুনরুদ্ধার হওয়া নিয়ে। এবার তিনি টুইটারে লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম ফিরে এসেছে। অনেক বড় ধন্যবাদ ফ্রিয়ান, নিকিতা ও বরুনকে, যারা আমাকে সাহায্য করেছে অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে।’
বলিউডের তারকাদের মধ্যে এর আগে কারিনা কাপুর, অভিষেক বচ্চন, অনুপম খের ও আরশাদ ওয়ারসির মতো তারকারা সাইবার-সন্ত্রাসের শিকার হয়েছিলেন। কৃতিকে শেষ দেখা গেছে বারেলি কি বরফি ছবিতে। বেশ কিছু ছবি আছে তাঁর ঝুলিতে। অর্জুন পাতিয়ালা, লুকা ছুপা, কলঙ্ক ও হাউসফুল ফোর তার মধ্যে অন্যতম।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post