সেলিব্রেটিবিডি:
বলিউড তারকা দীপিকা পাডুকোনের হলিউড যাত্রাটা শুরু হয়েছিলো ২০১৭ সালে। ‘থ্রি এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি দিয়ে। জনপ্রিয় হলিউড অভিনেতা ভিন ডিজেলের সাথে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিলো দীপিকার ভক্তদের মাঝে।
শোনা যাচ্ছে ছবিটির চতুর্থ কিস্তির জন্য আবারও ডাক পেয়েছেন দীপিকা। ছবিটির পরিচালক ডিজে কারুসু সম্প্রতি তার টুইটার একাউন্টে একটি টুইটের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
শুধু তাই নয় ‘থ্রি এক্স’র চতুর্থ কিস্তির জন্য ফ্র্যাঞ্চাইজ্টির স্ক্রিপ্টের কাজও শেষ করেছে ফেলেছে প্রায়। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং শুরু করা হবে।
এদিকে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা পাডূকোন ও প্রেমিক রনভীর সিং। বিয়ের পরপরই হয়তো হলিউডের ছবি দিয়ে শোবিজে ফিরবেন এই গ্ল্যামার গার্ল।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post