রহমান মতি
একজনের পুরস্কার আরেকজনকে দেয়াটা নতুন কিছু নয় আমাদের শোবিজে। পুরস্কার প্রদানকারী সংস্থাগুলো ছাপার অক্ষরে যে ভুলগুলো করে ভুলটা ধরা পড়লে স্বীকার করতে চায় না। স্বীকার করলে তাদের প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হবে এই ভয়ে। অথচ ভুলের উর্ধ্বে কেউই নয়।
মেকাপম্যানের ভূমিকায় থাকা কামরুজ্জামান কামু-কে আলোচিত ‘আর্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। পুরস্কার প্রদানের পলেসিটাতে ভুল ছিল। মেকাপম্যানের জায়গায় ভুল করে আর্ট ডিরেক্টর লিখে দেয়া হয়েছে। কামু সেটা নিতে রাজি নন তাই পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের কাছে গিয়ে কারেকশন দাবি করেন। কারেকশন না হলে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করবেন। অন্যদিকে কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করতে রাজি না। ভুল স্বীকার করলে যে ডিপার্টমেন্টে ভুলটা করা হয়েছে তাদের উপর প্রেসার আসবে। তাহলে কি উপায়! ম্যানেজ করতে হবে মেকাপম্যান কামুকে। অতঃপর ম্যানেজ করতে শুরু হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পলিটিক্স। ডিফেন্সের অ্যাকশন কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল যেভাবেই হোক শুরু হয় আর্টিস্টের উপর মানসিক চাপ প্রয়োগ। শেষমেষ মেকাপম্যান কি আদৌ রাজি হবেন তার ভুল পুরস্কারটা নিতে?
‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নাটকের বিষয় হচ্ছে শোবিজ অঙ্গনের। শোবিজে এমনটা হরহামেশাই হয়। মূল অভিনেতাকে পার্শ্ব অভিনেতা বানিয়ে পুরস্কৃত করা হয় কিংবা যে কাজে পুরস্কার পাওয়া উচিত সেটা বাদে অন্য ছবিতে দেয়া হয়। আর্টিস্ট নিজেও সন্তুষ্ট থাকেন না অনেকসময়। মাঝখান থেকে ভুল পুরস্কারের তালিকা করা প্রশাসনিক লোকেরা তাদের ভুল স্বীকার করেন না। অ্যাওয়ার্ড প্রদানের জন্য তখন এভাবেই ইন্টারনাল ম্যানেজিং প্রসেস চলে। শোবিজের ভেতরের গল্পকে বাইরে এনে পরিচালক কামরুজ্জামান কামু নির্মাণ করেছেন সুনির্মিত এ নাটকটি।
নাটকের প্রথমেই একজন মেকাপম্যান তার মেকাপ করা আর্টিস্টের বৃষ্টিভেজা শট দেখে মুগ্ধতা প্রকাশ করে। নিজের কাজের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ ছিল দৃশ্যটির অর্থ। অসাধারণ এক্সপ্রেশন ছিল কামরুজ্জামান কামু-র। তার স্ত্রীর চরিত্রে মাসুমা রহমান নাবিলা অসাধারণ। কম কাজ করে কোয়ালিটি মেইনটেইন করা তার স্টাইল। নাটকে কামুকে মেন্টাল সাপোর্ট দেয়া পাশাপাশি নিজের সহজ-সরল জীবনযাপনের অভিনয় প্রশংসনীয়। কামু ও নাবিলা দুজনেরই চাপা কান্না লুকিয়ে রাখার অভিনয় নাটকের সেরা কাজের একটি।
‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নাটকটি শিখিয়ে দেয় আর্টিস্টকে তার যোগ্য সম্মানটা যথাযোগ্য মর্যাদায় দেয়া উচিত কিন্তু এর ভেতরে অনাকাঙ্ক্ষিত পলিটিক্স আসলে পরিস্থিতি কারো কারো এথিকসের বাইরে চলে যেতে পারে।
দ্য অরিজিনাল আর্টিস্ট নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান। এতে কামরুজ্জামান কামু, নাবিলা, মুকিত জাকারিয়া প্রমুখ অভিনয় করেছেন।
সেলিব্রেটিবিডি/ আএম
Discussion about this post