সেলিব্রেটিবিডি:
আবার শুরু হচ্ছে সিয়াম-পূজা অভিনীত ‘দহন’ ছবির কাজ। এবার শুধু হবে গানের দৃশ্যধারণ। আগামী ৭ সেপ্টেম্বর ঢাকার বেশ কয়েকটি জায়গায় এগুলোর দৃশ্যধারণ হবে বলে জানালেন ছবিটির পরিচালক রায়হান রাফী।
তিনি বলেন, ‘‘দহন’ ছবির ৯৫ শতাংশ কাজ শেষ। এখন শুধু তিনটি গানের দৃশ্যধারণ করব। আর এগুলো হলেই আমরা মুক্তির জন্য প্রস্তুতি নিতে পারব।’’তিনটি গানের মধ্যে ইমরান-কণা, ইমরান-বুশরা জুটি দুটি গাইবেন। একটি গানে থাকছে আলিফের কণ্ঠ। এর র্যাপ অংশ করবেন ‘লোকাল বাস’খ্যাত সাফায়েত।
‘দহন’ ছবিতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর পূজা অভিনয় করছেন গার্মেন্ট কন্যার চরিত্রে। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post