সেলিব্রেটিবিডি:
অনেক বছরই হল অভিনেত্রী তনুশ্রী দত্তের দেখা নেই বলিউডের পর্দায়। অনেক ভক্তের মনে আবার প্রশ্ন তিনি কি আদৌ আসবেন রূপালি পর্দায়? আশার কথা হল, ফের দেখা যাবে বলিউড স্ক্রিনে। তবে কোন সিনেমায় সেটা এখনও জানাননি এই অভিনেত্রী।
তনুশ্রী দত্ত বলেছেন, বলিউডে শিগগিরই আসার পরিকল্পনা রয়েছে তার। ২০০৮ সালে শেষবার অ্যাপার্টমেন্ট ছবিতে দেখা গিয়েছিল তাকে। মাঝখানে দশ দশটি বছর উধাও। একেবারেই লাপাত্তা তিনি। এরমধ্যে এ কয়েক বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। এখন তিনি দেশে ফিরেছেন এবং বলিউডে আরেকটি সুযোগের অপেক্ষায় আছেন। বেশ কয়েকটি প্রস্তাবও আছে তার। সময় পেলেই কাজ শুরু করবেন।
এই অভিনেত্রী খ্যাতি পেয়েছিলেন রীতিবিরুদ্ধ উপস্থাপনার কারণে। মাঝখানে বেশ মোটাও হয়ে গিয়েছিলেন তিনি। যোগব্যায়াম করে শরীর ফিট করেছেন। ২০০৫ সালে তনুশ্রী ‘আশিক বানায়া আপনে’ ছবিতে অভিনয় করেন। এতগুলো বছর পর তনুশ্রী ফের অনুধাবন করেছেন, অভিনয়ই তার জীবনের সত্য। ইন্ডাস্ট্রিতে ফের নিজের অবস্থান দাঁড় করাবেন তিনি।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post