সেলিব্রেটিবিডি:
এক সাথে দুটি চলচ্চিত্র চুক্তিবদ্ধ হয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী জৌতিকা জৌতি। মঙ্গলবার রাতে সেলিব্রেটিবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেন জৌতি নিজে।
জৌতি বলেন, ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ সবার সামনে আসতে যাচ্ছে।
আজ আমাদের “ মিট দ্য প্রেস” হল। আমার জন্য এ এক রোমাঞ্চকর অনুভূতি। প্রথমবার দেশের বাইরে নতুন এক ইন্ড্রাস্টির মিডিয়ার সামনে- নতুন প্রশ্ন, নতুন গল্প, নতুন নতুন মানুষেরা সবকিছুই এক নতুন অভিজ্ঞতা। মুগ্ধ হলাম আমাকে নিয়ে সবার আগ্রহ ও আন্তরিকতায়।
সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা এসছিলেন, এবং যারা দুর থেকেও আমাকে আপনাদের শুভকামনায় রেখেছেন। ধন্যবাদ টিম ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’কে।
এই নতুন আলোর ঝলকানি আর অত মানুষের ভীড়েও মনের ভেতরে কি নাড়াচাড়া দিয়ে ওঠছিল বাংলাদেশের লাইট-ক্যামেরা-একশন, ঢাকার সাংবাদিকদের-যারা প্রতিনিয়ত আমায় সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post