পারিবারিক কলহের জের হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আজমানে বুধবার ৬ অগাস্ট সকালে মোহাম্মদ আলমগীর (৩৩) নামে এক প্রবাসী নিজ আবাসস্থলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালি ২ নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে।
জানা যায় আলমগীর পরিবারের স্বচ্ছলতা আনার জন্য দুই বছর আগে তার শ্বশুর আবদুর রহিমের সহায়তায় আমিরাত আসেন এবং নিজস্ব আয় হতে বড় ভাইদের সাথে সম্মিলিতভাবে পৈতৃক ভিটায় দ্বিতল বাড়ি নির্মাণ করেন। এদিকে আলমগীরের অনুপস্থিতিতে তার বাবা-মা ও ভাইয়েরা তার স্ত্রী পুত্র কন্যাকে বাড়ি থেকে বিতাড়নের চেষ্টা করতে থাকেন এবং তাকে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতনও করেন । ঘটনার দিনও নিহতের বাবা-মা তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ নিয়ে আলমগীর তার বড় বোন কোহিনুর বেগমের সাথে মোবাইল ফোনে উত্তেজিত হয়ে কথা বলতে বলতে বুধবার সকাল ১১-০০টার দিকে ফাঁকা ফ্লাটের অন্যান্য বাসিন্দাদের কাজে থাকার সুবাদে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
মৃত্যুকালে তিনি তার বিধবা স্ত্রী ৮ বছরের পুত্র এবং ৫ বছরের কন্যা সন্তান রেখে যান।
Discussion about this post