ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর বড় ধরনের ধাক্কা খেল দেশটির রপ্তানি খাত। যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে অর্ডার স্থগিত করতে শুরু করেছে।
শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ভারতীয় রপ্তানিকারকদের কাছে মার্কিন ক্রেতারা চিঠি ও ইমেইল পাঠিয়ে আপাতত পোশাক ও টেক্সটাইল চালান বন্ধ রাখতে বলেছে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ক্রেতারা অতিরিক্ত খরচ ভাগাভাগি করতে রাজি নয়, বরং ভারতীয় রপ্তানিকারকদেরই তা বহন করতে বলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় পণ্যের খরচ ৩০-৩৫ শতাংশ বেড়ে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার ৪০-৫০ শতাংশ কমে যেতে পারে এবং এর ফলে প্রায় ৪-৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।
Discussion about this post