শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার একটি বসতবাড়ি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুরে ওই ঘরে হাতবোমা রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করা হয়।
পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ।এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ১৫ আগস্ট কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে সেজন্য পুলিশের কর্মতৎপরতা চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো রেখেছে, তা তদন্ত করা হচ্ছে।
Discussion about this post