শারজাহয় পেট্রোকেমিক্যাল এবং ফাইবারগ্লাস কারখানায় আগুন লেগেছে বলে শারজাহ সিভিল ডিফেন্স জানিয়েছে।
আল সাজা এলাকায় সংঘটিত আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পার্শ্ববর্তী স্থাপনাগুলিতে ছড়িয়ে পড়া রোধ করা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে ৯৯৭ নম্বরে কল করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজ আরেকটি ঘটনায়, আবুধাবির মুসাফাহ শিল্প এলাকায় একটি গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কর্তৃপক্ষ আশেপাশের শ্রমিক এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আশেপাশের এলাকা সরিয়ে নিয়েছে এবং নিরাপদে রেখেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে, শারজাহতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে পাঁচজন বাসিন্দার মৃত্যু হয় এবং ছয়জন আহত হয়। শারজাহের আল নাহদা এলাকায় ৫২ তলা আবাসিক টাওয়ারের ৪৪তম তলায় আগুন লেগেছে।
সূত্র- খালিজ টাইমস
Discussion about this post