ভারতের বিভিন্ন ব্যক্তি-সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করায় একাধিক ভারতীয় ট্রাভেল এজেন্সির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভারতে অবস্থিত মিশনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। যদিও কতজনের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বা তাদের নাম প্রকাশ করা হয়নি।এছাড়াও, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। এতে বৈধ সময়সীমার বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়সীমা লঙ্ঘন করলে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
Discussion about this post