পারভেজ হোসেন ইমনের ঝোড়ো সেঞ্চুরি ও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ইমন বাংলাদেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন এবং সর্বোচ্চ ছক্কার কীর্তি অর্জন করেন।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ইমন ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে তিনি ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি বাংলাদেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তামিম ইকবালের পর তিনিই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই ফরম্যাটে তিন অঙ্কের রান স্পর্শ করলেন। তবে তানজিদ হাসান তামিম (৯ বলে ১০), অধিনায়ক লিটন দাস (৮ বলে ১১), তাওহিদ হৃদয় ও শেখ মেহেদীদের ব্যর্থতায় ইমনের সঙ্গে বড় জুটি গড়ে উঠেনি।
Discussion about this post