সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঘুমের মধ্যেই স্ট্রোক করে মোহাম্মদ আরিফ উল্লাহ খান নামে এক চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয় বলে জানা যায়। তিনি আজমান শহরের সালাম শপিং সেন্টারের একজন ব্যবসায়ী।
আরিফ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের ব্যবসায়ী মরহুম আজম উল্লাহ খানের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, দুই ভাই, দুই বোন রেখে গেছেন।
প্রবাসী আরিফের মৃত্যুতে হাটহাজারী পৌরসভার কামাল পাড়া ও উপজেলার মেখল ইউনিয়নের মুজাফফরপুর তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। তার সহকর্মীরা সকালে ডাকাডাকি করেন। তখন তিনি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন। ডাকাডাকির এক পর্যায়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সহকর্মীরা কাছে গিয়ে দেখেন আরিফ অচেতন হয়ে পড়ে আছেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Discussion about this post