ভারতের আবার পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। দেশটির দাবি, ভারতের ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (০৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখায় (লাইন অফ কন্ট্রোল-এলওসি) সামরিক সংঘর্ষে জড়িয়েছে। এতে ভারতের ৪০ থেকে ৫০ সেনাকে নিহত হয়েছেন।
জাতীয় পরিষদে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আতাউল্লাহ তারার এই দাবি করেন। তবে এই দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
Discussion about this post