কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সংবাদমাদ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আইএসপিআরের বরাত দিয়ে জানানো হয়, পাকিস্তান চলমান ‘এক্স ইন্ডাস’ অভিযানের অংশ হিসেবে সোমবার ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, অধিকৃত কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর নয়াদিল্লির আগ্রাসী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো।
পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এই উৎক্ষেপণটি পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
এদিকে এর আগে, গত শনিবার (৩ মে) আরো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্তের পাল্লা ছিল ৪৫০ কিলোমিটার।
উল্লেখ্য, কাশ্মির সীমান্তে সাম্প্রতিক এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার পেছনে সমর্থন থাকার অভিযোগ তোলা হয়। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে তার সশস্ত্র বাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা’ দিয়েছেন। অর্থাৎ প্রতিক্রিয়ার জন্য পূর্ণ ছাড় দেয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তান এই সপ্তাহেই সতর্ক করেছে যে প্রতিবেশী ভারতের পক্ষ থেকে ‘অচিরেই হামলা’ চালানো হতে পারে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, কাশ্মিরের বিতর্কিত সীমান্ত এলাকা অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা নয় রাত ধরে গুলিবিনিময় করেছে দুই দেশের সেনাবাহিনী।
Discussion about this post