সুন্নি আলেম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত। এর মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
শুক্রবার (২ মে) চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে জুমার নামাজ শেষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির আহ্বানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, গাজীপুরের মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে মব সৃষ্টি করে নির্যাতনে হত্যার অভিযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সৈয়দ আবু আজমের সঞ্চালনায় শাহ নূর মোহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স. উ. ম আবদুস সামাদ।
আহলে সুন্নাত চেয়ারম্যান আল্লামা আশরাফী বলেন, একজন ইমামকে শুধু সুন্নি মতাদর্শের কারণে মিথ্যা অপবাদে হত্যা করবেন, আর আমরা চুপ হয়ে থাকব, তা ভাবলে আপনারা ভুল করবেন। দেশে একজন ইমাম-খতিব নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? শহীদ রইস উদ্দীনের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
খুনিদের বিরুদ্ধে মামলা না নিয়ে পুলিশ বৈষম্য করছে দাবি করে ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ সামাদ বলেন, মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে পুলিশ প্রশাসন রইস উদ্দিনকে দোষী প্রমাণে অপচেষ্টা করে যাচ্ছে। খুনিদের বিরুদ্ধে মামলা না নিয়ে পুলিশ বৈষম্য করছে। ইতোপূর্বে আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আজ (শুক্রবার) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। শনিবার লালদীঘির প্রতিবাদ সমাবেশ ও রোববার ‘মার্চ টু গাজীপুর’-এর মধ্যে সরকার অপরাধীদের গ্রেপ্তারে যদি ব্যর্থ হয়, তবে এরপর দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করব।
Discussion about this post