চলতি মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে (ইইউএ) টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শুক্রবার (২ মে) সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে ২টি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত ৩টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতেই
Discussion about this post