পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত।’ সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউডি মিঞ্জকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ।
এতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। ইতোমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে। যার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্যে হইচই পড়ে গেছে। যদিও তিনি দাবি করেছেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।
পহেলগাম হামলার পর ২৬ এপ্রিল ইউডি মিঞ্জকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল। কিন্তু পরে তা মুছে ফেলা হয়। তবে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, ‘প্রায় প্রতিটি কংগ্রেস কর্মীই বিশ্বাসঘাতক।’
ইউডি মিঞ্জকের পোস্টে লেখা ছিল, ‘যারা আজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন, তাদের জেনে রাখা উচিত যে এবার ভারতকে চীনের সাথেও লড়াই করতে হবে এবং এমন পরিস্থিতিতে ভারতের পরাজয় নিশ্চিত।’
পোস্টে আরো বলা হয়েছে, ‘পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন…এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে, তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে। ফলাফল সম্পর্কে চিন্তা করুন। তাই পুলওয়ামা পার্ট-২-এর পরে বালাকোট কাউয়া মার স্ট্রাইক পার্ট-২-এর জন্য প্রস্তুত থাকুন।’
কংগ্রেস নেতার পোস্টটিতে আরো বলা হয়েছে, “দেশে বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে যেকোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে। ভারত, পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান খুঁজতে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে ‘অগ্নিবীর’ বানিয়ে সীমান্তে পাঠানো উচিত।”
সাবেক কংগ্রেস বিধায়কের এই পোস্টটি ভাইরাল হতেই তীব্র সমালোচনা করেছে ছত্তিশগড়ের শাসকদল বিজেপি। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, ‘একজন কংগ্রেস নেতার আরেকটি ভারতবিরোধী, দেশবিরোধী বক্তব্য! আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রায় প্রতিটি কংগ্রেস কর্মীই বিশ্বাসঘাতক। কখন তারা (কংগ্রেস কর্মী) আপনাকে বোকা বানাবে তা আপনি বুঝতেই পারবেন না।’
তিনি আরো বলেন, ‘ছত্তিশগড় কংগ্রেসকে মিঞ্জকের পোস্টের জবাব দিতে হবে।’
Discussion about this post