ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে কঠোর ভাষায় নাকচ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পাশাপাশি গাজা কন্টাক্ট গ্রুপের বৈঠক শেষে শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
প্রিন্স ফয়সাল বলেন, যে কোনো অজুহাতেই হোক না কেন, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। তিনি এই স্থানান্তরকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ বলে উপস্থাপনের প্রচেষ্টারও নিন্দা জানান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যেখানে ফিলিস্তিনিরা জীবনধারণের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত, সেখানে ‘স্বেচ্ছায় অভিবাসন’ শব্দটি গ্রহণযোগ্য নয়। তিনি গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান এবং মানবিক সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এর আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে এটিকে ‘রিভিয়েরা’ (বিলাসবহুল সমুদ্রতট) বানানোর প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৫০ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
Discussion about this post