বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাহরাইনের সাখির প্রাসাদে রাজার কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন তিনি।
একই সময় সৌদি আরব, তুরস্ক, থাইল্যান্ড ও সার্বিয়ার রাষ্ট্রদূতেরাও রাজার কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। এ উপলক্ষে সাখির প্রাসাদে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাহরাইনের রাজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টা তার চিঠিতে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা ও সালমান বিন হামাদ আল খলিফার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাহরাইনের অসাধারণ উন্নয়ন ও অগ্রগতির জন্য অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তার জন্য বাহরাইনের রাজাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ স্কুলের জন্য জমি দান করায় রাজাকে বিশেষ কৃতজ্ঞতা জানান।
এ সময় রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের সঙ্গে তাঁর সহধর্মিণী দিলরুবা আখতার উপস্থিত ছিলেন।
এর আগে, ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানির কাছে তাঁর পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছিলেন।
Discussion about this post