সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দিনব্যাপী নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের পুনর্মিলনী উৎসব ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। অনুষ্ঠানে ৩৩ সদস্যের নবগঠিত পরিচালনা পরিষদ ২০২৫-২০২৬ সনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শপথ অনুষ্ঠান পাঠ করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আল মুশরিফ পার্কে আমিরাতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত চট্টগ্রামের রাউজান উপজেলার নদিমপুর, নোয়াজিষপুর এবং ফতেনগর গ্রামের প্রবাসীদের মিলন মেলায় অনুষ্ঠানটি একখণ্ড গ্রামে রূপধারণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফরিদ, মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আজিজ, জসিম উদ্দিন, নুরুল হুদা, রেজাউল ইউছুপ চৌধুরী রিটন, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ হাসান ও ঈসা চৌধুরী।
এম, শাহেদ সারওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম, রেজাউল আজম, মোজাহেরুল হক, আলতাফ উদ্দিন জনি, নাছির উদ্দিন, কাজী মোহাম্মদ সোহেল, আবুল ফয়েজ মোস্তফা, নুরউদ্দিন খান বাবর, মোহাম্মদ আজাদ, আশরাফ খান, মোহাম্মদ মান্না, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাহেদ, সাফায়াত হোসেন, মহসিন আলী খোকন, সাগর চৌধুরী এবং এনপিকেপি’র সদস্য যথাক্রমে সেলিম উল্ল্যাহ, মোহাম্মদ মাহাবুব, মহিম উদ্দিন, নুরুল আলম, আনিস, ইব্রাহীম চৌধুরী, আলতাফ হোসেন লিটন, বাচ্চু, আলী মেহেদী রাজু, সোহেল চৌধুরী, মিনার, আলাউদ্দীন, সাদ্দাম, জুয়েল, আমান, সাকলাইন, রবিউল হোসেন, মঈন উদ্দিন, আব্দুল কাদের, মোহাম্মদ তামিম আল মারুফ, হিশাম আল মারুফসহ প্রমুখ।
Discussion about this post