সরকারি চাকরিজীবীদের জন্য এ বছরের রমজানে অফিসিয়াল কাজের সময় নির্ধারণ করে একটি সার্কুলার জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর)। সম্প্রতি এই সার্কুলার জারি করা হয়। এতে জানানো হয়েছে, এই পবিত্র মাসে কোন দিন কত ঘণ্টা কাজ করতে হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষের অফিসিয়াল কাজের সময় হবে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এফএএইচআর জোর দিয়ে বলেছে, মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষ রমজানে নমনীয় কাজ বা দূরবর্তী কাজের সময়সূচী বাস্তবায়ন করতে পারে। চাকরিজীবীদের তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রতিদিন অনুমোদিত কাজের সময়ের সীমার মধ্যেই এই নমনীয়তা মানা হতে পারে।
পবিত্র রমজান মাস উপলক্ষে নাগরিক ও বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর)।
Discussion about this post